পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি রেনাটা পিএলসি তুরস্কে ওষুধ রপ্তানি করবে। এলক্ষ্যে ওই দেশের টার্কিশ মেডিসিনস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস এজেন্সির অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর বরাত দিয়ে কোম্পানিটি জানিয়েছে, তুরস্কে ওরাল ডজেজ ফার্মাসিউটিক্যালস পণ্য (ট্যাবলেটস ও ক্যাপসুলস) রপ্তানি করা হবে। ইউরোপ ও মধ্য প্রাচ্যের মাঝে অবস্থান হওয়ায় তুরস্ক ওষুধ রপ্তানিতে গুরুত্বপূর্ণ জায়গা বলে জানিয়েছে রেনাটা কর্তৃপক্ষ।
কোম্পানিটি আরো জানিয়েছে, তুরস্কের বাজারের চাহিদা মাথায় রেখে কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা মেনে ওষুধটি তৈরি করা হবে। ব্যাপক রোগীর সুবিধা নিশ্চিতে এবং বিভিন্ন কৌশলগত পদ্ধতিতে তুরস্কে ওষুধ রপ্তানি করা হবে।