বিনোদন

সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ১০ সিনেমা

আকর্ষণীয় গল্প, অসাধারণ অভিনয় ও নির্মাণের কারণে ভারতীয় সিনেমার কদর দিন দিন বাড়ছে। প্রতি বছরই দারুণ দারুণ সিনেমা উপহার দিচ্ছে দেশটির বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি। গত বছরও তার ব্যত্যয় ঘটেনি। তার মধ্যে বেশ কিছু সিনেমা যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই বক্স অফিসেও দাপট দেখিয়েছে। এ তালিকায় রয়েছে বলিউডের ‘ছাবা’, ‘ধুরন্ধর’, দক্ষিণী সিনেমা ‘কানতারা টু’ প্রভৃতি।  

সর্বকালের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ১০টি সিনেমা নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবিদেন। বিভিন্ন ভাষার এসব সিনেমার নিট আয়ের ভিত্তিতে তালিকা চূড়ান্ত করেছে স্যাকনিল্ক। চলুন দেখে নেওয়া যাক, এ তালিকায় কোন কোন সিনেমা জায়গা পেয়েছে। আর আলোচিত ‘ধুরন্ধর’ সিনেমার অবস্থানই বা কত—

পুষ্পা টু মূল্যবান লালচন্দন গাছের চোরাচালানের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পুষ্পা টু’ সিনেমা। আল্লু অর্জুন অভিনীত এ সিনেমা ২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় সিনেমা। সিনেমাটির গল্প ভক্তদের মনে যেমন দাগ কেটেছে, তেমনই বক্স অফিসে ঝড় তুলেছিল। বলা যায়, পরিচালক সুকুমারের অক্লান্ত পরিশ্রমের মূল্য ফেরত দিয়েছেন তারা। সিনেমাটি ভারতে আয় করে ১২৩৪.১ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ১৪৭১.১ কোটি রুপি। ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৭৪২.২ কোটি রুপি।

বাহুবলি টু ‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজি বদলে দিয়েছে দক্ষিণী সিনেমার অভিনেতা প্রভাসের ক্যারিয়ারের গতিপথ। তার অভিনীত আলোচিত সিনেমা ‘বাহুবলি টু’। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পায়। সিনেমাটি ভারতে আয় করে ১০৩০.৪২ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ১৪১৬.৯ কোটি রুপি। ২৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৭৮৮.০৬ কোটি রুপি।

কেজিএফ: চ্যাপ্টার টু যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন যশ। দক্ষিণের অনেক সিনেমায় কাজ করলেও ‘কেজিএফ’ সিরিজ দিয়ে দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান তিনি। ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় এটি। সিনেমাটি ভারতে আয় করে ৮৫৯.৭ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ১০০০.৮৫ কোটি রুপি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১২১৫ কোটি রুপি।

ধুরন্ধর  প্রায় আড়াই বছর পর ‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরেন বলিউড অভিনেতা রণবীর সিং। ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তি পায় তার অভিনীত এই সিনেমা। গত বছরে রণবীর সিংয়ের মুক্তিপ্রাপ্ত প্রথম এবং একমাত্র সিনেমা এটি। আদিত্য ধর নির্মিত এ সিনেমা দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও সাড়া ফেলেছে। সিনেমাটি ভারতে আয় করে ৭৮৬ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ৯৪৩ কোটি রুপি। ২৮০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১২২৭ কোটি রুপি।

ট্রিপল আর বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এটি নির্মাণ করেন এস এস রাজামৌলি। ‘বাহুবলি টু’ নির্মাণের পর অন্য কোনো সিনেমায় হাত দেননি তিনি। ‘বাহুবলি’ মুক্তির পাঁচ বছর পর মুক্তি পায় এই পরিচালকের ‘ট্রিপল আর’ সিনেমা। সিনেমাটি ভারতে আয় করে ৭৮২.২ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ৯১৫.৮৫ কোটি রুপি। ৫৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১২৩০ কোটি রুপি।

কল্কি দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। করোনা সংকটসহ নানা কারণে পিছিয়ে যায় এটি। সব বাধা পেরিয়ে ২০২৪ সালের ২৭ জুন মুক্তি পায় এটি। সিনেমাটি ভারতে আয় করে ৬৪৬.৩১ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ৭৬৭.২৫ কোটি রুপি। ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১০৪২.২৫ কোটি রুপি।

জওয়ান ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে পর্দায় ফিরেই বক্স অফিসে ঝড় তুলেন শাহরুখ খান। একই বছরের শেষের দিকে ‘জওয়ান’ সিনেমা নিয়ে ফের পর্দায় হাজির হন এই তারকা। তার অভিনীত ‘জওয়ান’ সিনেমা ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর মুক্তি পায়। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় ‘বলিউড বাদশার’ বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। সিনেমাটি ভারতে আয় করে ৬৪০.২৫ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ৭৬০ কোটি রুপি। ৩০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১১৬০ কোটি রুপি।

কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। এ সিনেমার প্রিক্যুয়েল  ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’ বা ‘কানতারা টু’। ঋষভ শেঠি নির্মিত এই সিনেমা গত বছরের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি বছরের অন্যতম বৃহৎ ভারতীয় ব্লকবাস্টার হয়ে ওঠে। সাংস্কৃতিক স্বকীয়তা, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল পরিবেশনার জন্য সমালোচকরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন। সিনেমাটি ভারতে আয় করে ৬২২.৪৮ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ৭৪১.৩৬ কোটি রুপি। ১২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৮৫২.৩৬ কোটি রুপি।

ছাবা ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমা গত বছরের শুরুতে মুক্তি পায়। এ সিনেমার হাত ধরে বলিউড ব্যর্থতার দায় মোচন করে। গত বছরে এটি তার অভিনীত একমাত্র সিনেমা। সিনেমাটির ঐতিহাসিক চরিত্রের জন্য ভিকির রূপান্তর, ত্যাগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এর ফলে তাকে তার প্রজন্মের অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। এটি পরিচালনা করেন লক্ষ্মণ উতেকর। সিনেমাটি ভারতে আয় করে ৬০১.৫৪ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ৭১৬.৯১ কোটি রুপি। ১৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৮০৭.৯১ কোটি রুপি।

স্ত্রী টু বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পায়। দর্শকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও দারুণ সাড়া ফেলে। সিনেমাটি ভারতে আয় করে ৫৯৭.৯৯ কোটি রুপি (নিট); ভারতে যার গ্রস আয় ৭১৩.১৫ কোটি রুপি। ১২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৮৫৭.১৫ কোটি রুপি।