ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে মুখিয়ে থাকেন অভিনেত্রীরা। দেশ তো বটেই ওপার বাংলার অভিনেত্রীদেরও কাঙ্ক্ষিত নায়ক শাকিব! এ ক্ষেত্রে কলকাতার ইধিকা পাল তার জ্বলন্ত উদাহরণ। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা হয়ে রাতারাতি তারকা খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। এবার শাকিবের নায়িকা রূপে পর্দায় হাজির হতে যাচ্ছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু।
শাকিব খানকে নিয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মাণ করছেন ‘প্রিন্স’ সিনেমা। এতে শাকিবের বিপরীতে তিনজন অভিনেত্রীকে দেখা যাবে। তারা হলেন—বাংলাদেশের তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। এরই মধ্যে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহে শ্রীলঙ্কায় উড়ে যাবেন তারা। সবকিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটবে জ্যোতির্ময়ী কুণ্ডুর।
ছিপছিপে গড়নের জ্যোতির্ময়ী কুণ্ডু পশ্চিমবঙ্গের বর্ধমানের মেয়ে; সেখানেই তার বেড়ে ওঠা। তার পরিবারের কেউ-ই সেভাবে শোবিজ অঙ্গনের সঙ্গে যুক্ত নন। তারপরও অনেক ছোটবেলা থেকে মডেলিং জগতের সঙ্গে যুক্ত হন। প্রথম ফটোশুটে সুযোগ পাওয়ার গল্প জানিয়ে জ্যোতির্ময়ী বলেন, “ইনস্টাগ্রামে নিজের একটা ছবি পোস্ট করেছিলাম। তখন কিছুই বুঝতাম না। বয়সও একটু কম ছিল। মা-বাবাও জানতেন না সে কথা। তখন আমার ছবি দেখে এক দিদি ফটোশুটের কথা বলেছিলেন। প্রথমে ভেবেছিলাম টাকা-পয়সা দিতে হবে। তারপর তিনিই আশ্বস্ত করেন সেসবের কোনো ব্যাপার নেই। এভাবেই এই জগতের সঙ্গে আমার পরিচয়।”
২০২৪ সালে ভারতীয় বাংলা টিভি সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান জ্যোতির্ময়ী কুণ্ডু। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও ‘বঁধুয়া’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। কলেজে পড়াকালীন কাজটি করার সুযোগ পান। এ বিষয়ে জ্যোতির্ময়ী বলেন, “মূলত মডেলিং করতাম। তারপর হঠাৎ একদিন চ্যানেল থেকে ডাক আসে অডিশনের অন্য। এরপর লুক সেট হয়।”
বর্ধমান থেকে কলকাতায় যাত্রা জ্যোতির্ময়ীর জন্য খুব একটা সহজ ছিল নয়। ধারাবাহিকে কাজের সুযোগ পাওয়ার পর কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন জ্যোতির্ময়ী। এ বিষয়ে তিনি বলেন, “প্রতিদিন বর্ধমান আর কলকাতা যাতায়াত করতাম। মা-বাবা পাশে ছিলেন। তথাকথিত রক্ষণশীল ভাবনাচিন্তার ঘেরাটোপে কখনো বাঁধেননি; যেটা করতে চেয়েছি সেটাই করতে পেরেছি।”
জ্যোতির্ময়ী কুণ্ডুর ক্যারিয়ারের রেখাচিত্র সাপলুডু খেলার মতো। তবে তার ক্ষেত্রে সাপে কাটা নেই, কেবলই রয়েছে মই; যা দিয়ে তরতর করে উপরে উঠছেন এই অভিনেত্রী। মডেলিং থেকে সোজা ধারাবাহিকের প্রধান চরিত্রে, তারপর সোজা দেবের নায়িকা। দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি টু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে জ্যোতির্ময়ীর। গত বছরের ২৫ ডিসেম্বর মুক্তি পায় এটি।
ক্যারিয়ারের শুরুতে এত বড় সুযোগ পাবেন তা কখনো কল্পনা করেননি জ্যোতির্ময়ী। বিস্ময় প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “মিঠুন চক্রবর্তী ও দেবের মতো তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ যে এত তাড়াতাড়ি আসবে, তা ভাবতেই পারিনি। প্রথমে মনে হয়েছিল, স্বপ্ন দেখছি। প্রথমে ভেবেছিলাম নতুন প্রজেক্টের (ধারাবাহিক) জন্য কল এসেছে। কিন্তু এটা যে বড় পর্দার জন্য, তা ভাবতেও পারিনি।”
‘প্রজাপতি টু’ সিনেমা মুক্তির পর বাংলাদেশ থেকে ডাক পান জ্যোতির্ময়ী কুণ্ডু। তা-ও শাকিবের বিপরীতে; যা আরেকটি বিস্ময়! ‘প্রিন্স’ সিনেমার কাজ পুরোদমে চলছে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। সফলতার সঙ্গে আগামীর যাত্রা অব্যাহত রাখতে চান জ্যোতির্ময়ী। তার ভাষায়—“সারাজীবন বাবা-মাকে গর্বিত করতে চাই।”