সারা বাংলা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নন মির্জা ফখরুল

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “গোটা দেশের মানুষ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় থাকলেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “দেশে যেভাবে রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকর্মীকে খুন ও হত্যা করা হয়েছে, আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছি। দুঃখজনক হলেও সত্য, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আশা করব, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় আরো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবে। দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব।”

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার রাজনৈতিক অভিজ্ঞতায় কখনো দেখিনি ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলেছে। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে বলে আমি মনে করি না।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে আগমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানের এই সফর সম্পূর্ণ ব্যক্তিগত। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়ন ও শিল্পায়নের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও দেশ ও মানুষের কল্যাণে একই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করবেন।”

তিনি আরো বলেন, “ভবিষ্যতে যদি আমরা সরকার গঠন করতে পারি, তাহলে নিঃসন্দেহে দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ দলটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।