সারা বাংলা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক্টরের ধাক্কায় মিলন হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার খাসপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার ধুমানী নগর গ্রামের বিকল হোসেন ওরফে মিন্টুর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, সকালে মোটরসাইকেলে শিবগঞ্জ থেকে ভোলাহাট যাচ্ছিলেন মিলন। পথে মাটি বহন করা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক্টর চালক জুয়েল রানাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।