সারা বাংলা

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ১০ জন আটক

কুড়িগ্রামে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্নফাঁস চক্রের সদস্য সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে নাগেশ্বরী উপজেলা পরীক্ষা কেন্দ্রের পাশের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে দুইজনের বাড়ী মাদারীপুর জেলায়। একজনের কুড়িগ্রামের ফুলবাড়ীতে ও বাকি সাতজনের বাড়ি নাগেশ্বরী উপজেলায়।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বলেন, গোপন তথ্যের পরীক্ষা শুরুর আগে অভিযান চালিয়ে প্রশ্নফাঁস চক্রের ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও প্রশ্নপত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে। তবে, পরীক্ষার কেন্দ্রে দেওয়া প্রশ্নপত্রের সঙ্গে আটককৃতদের নিকট পাওয়া প্রশ্নপত্রের মিল আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা তিনটায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার ৩৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন ২৪ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী।