ছেলেকে না পেয়ে বৃদ্ধ বাবাকে আটক করে নিয়ে গেছে পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার (৯ জানুয়ারি) সকালে দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারের ব্যবসায়ীরা।
আটক বৃদ্ধ শাহজাহান হাওলাদার খোকন সাদ্দাম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি। তিনি ৩০ বছর ধরে ধানডোবা খ্রিষ্টান মিশনের বয়েজ হোস্টেলে নৈশপ্রহরী হিসেবে কর্মরত আছেন।
ওই বাজারের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় সাদ্দাম বাজারের মুদি ব্যবসায়ী শামীম হাওলাদারের দোকানে বসে ছিলেন তার বাবা শাহজাহান হাওলাদার খোকন। এ সময় গৌরনদী মডেল থানা পুলিশ শামীমকে গ্রেপ্তার করতে এসে তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা শাহজাহান হাওলাদার খোকনকে আটক করে নিয়ে যায়।
শাহজাহান হাওলাদার খোকনের আরেক ছেলে ফয়সাল হাওলাদার বলেছেন, আমার বাবা সাদ্দাম বাজারের পুরনো ব্যবসায়ী। তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নেই। আমার ভাই শামীম হাওলাদার যুবলীগের সমর্থক ছিল। তবে, তিনি কোনো পদে নেই। তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তারপরও ভাইকে (শামীম) গ্রেপ্তার করতে এসে তাকে না পেয়ে অন্যায়ভাবে আমার বৃদ্ধ বাবাকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল বলেছেন, দোকান বন্ধ রাখা ব্যবসায়ীদের ব্যাপার। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।