সারা বাংলা

বিপিএলে দুর্নীতিবিরোধী তল্লাশিতে মানসিক চাপে খেলোয়াড়রা: ঢাকা ক্যাপিটালসের সিইও

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে হঠাৎ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতিবিরোধী দলের তল্লাশি, অনুমতি ছাড়াই খেলোয়াড়ের কক্ষে প্রবেশ এবং ব্যক্তিগত মোবাইল ফোন জব্দ—সব মিলিয়ে তীব্র মানসিক চাপে পড়েছেন একাধিক বিদেশি ও স্থানীয় ক্রিকেটার। 

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে সিলেটে নিজেদের টিম হোটেলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতিফ ফাহাদ। 

তিনি জানান, সম্প্রতি এক ম্যাচের আগের রাতে টিম ম্যানেজমেন্টকে অবহিত না করেই অ্যান্টি–করাপশন ইউনিটের কয়েকজন সদস্য এক বিদেশি খেলোয়াড়ের কক্ষে প্রবেশ করেন। ওই সময় গভীর ঘুমে ছিলেন খেলোয়াড়টি। হঠাৎ এমন পরিস্থিতিতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং পুরো রাত ঘুমাতে পারেননি।

আতিফ ফাহাদ বলেন, “অ্যান্টি–করাপশন কার্যক্রম অবশ্যই প্রয়োজনীয়। কিন্তু, সেটি আইসিসির নিয়ম মেনে, সম্মান ও শালীনতার সঙ্গে হওয়া উচিত। যেভাবে মাঝরাতে অনুমতি ছাড়া খেলোয়াড়ের কক্ষে ঢোকা হয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়।”

অভিযোগ রয়েছে, ওই খেলোয়াড়ের ব্যক্তিগত মোবাইল ফোন দীর্ঘ সময় জব্দ করে রাখা হয়। কয়েক দিন পার হলেও ফোন ফেরত পাওয়া যায়নি। এমনকি, জিজ্ঞাসাবাদ চলাকালে খেলোয়াড়দের মানসিক অবস্থার দিকেও তেমন গুরুত্ব দেওয়া হয়নি।

আতিফ ফাহাদ বলেন, “খেলোয়াড়রা মাঠে নামার আগে মানসিকভাবে স্থিতিশীল থাকা সবচেয়ে জরুরি। অথচ, ম্যাচের ঠিক আগের রাতে এমন জেরা ও তল্লাশি হলে পারফরম্যান্সে প্রভাব পড়াটাই স্বাভাবিক।”

এদিকে, মাঠে আম্পায়ারদের কিছু সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে সংশ্লিষ্ট দল। তাদের দাবি, দ্রুত ও বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে। এতে আম্পায়ারিংয়ের মান নিয়েও প্রশ্ন উদ্রেক করছে।

তিনি বলেন, “আমরা এখানে ক্রিকেটের উন্নয়নের জন্য এসেছি, ব্যবসা বা কারো ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নয়। কিন্তু, পুরো পরিস্থিতি এমনভাবে দাঁড়িয়েছে, যেন আমাদের একটি ভুল ইমেজ উপস্থাপন করা হচ্ছে।”

টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে, খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের বিষয়টি অবহেলা করা হলে শুধু একটি ম্যাচ নয়, পুরো টুর্নামেন্টের মান ও গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে।

বিপিএলের চলমান আসরের ছয়টি দলের মধ্যে পাঁচটি দলের ৩০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।