ইরানের প্রয়াত সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘ইরানের জনগণকে সাহায্য করার জন্য হস্তক্ষেপ করতে প্রস্তুত থাকার’ আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক্স-এ এক পোস্টে তিনি এ আহ্বান জানিয়েছেন।
পোস্টে রেজা লিখেছেন, “মাননীয় প্রেসিডেন্ট, এটি আপনার মনোযোগ, সমর্থন এবং পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। জনগণ এক ঘন্টার মধ্যে আবার রাস্তায় নেমে আসবে। আমি আপনাকে সাহায্য করার জন্য অনুরোধ করছি।”
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসকারী রেজা পাহলভি ইরানিদের প্রতিবাদ করতে উৎসাহিত করেছেন। যদিও বিক্ষোভকারীদের মধ্যে তার সমর্থন সঠিকভাবে পরিমাপ করা অসম্ভব। তবুও বিক্ষোভকারীদের মধ্যে তার প্রত্যাবর্তনের দাবিতে ক্রমবর্ধমান স্লোগান দিতে দেখা যাচ্ছে।
রেজা তার পোস্টে আরো লিখেছেন, “আমি জনগণকে তাদের স্বাধীনতার জন্য লড়াই করার জন্য এবং নিরাপত্তা বাহিনীকে বিপুল সংখ্যক লোক নিয়ে পরাজিত করার জন্য রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছি।”
গত ১৩ দিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। শুরুতে ছোট আকারেও হলেও এখন সেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী তেহরানসহ শতাধিক শহরে। সরকার ইতিমধ্যে ইরানের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, বিক্ষোভকারীরা নিহত হলে ইরানকে ‘অত্যন্ত কঠোর’ আঘাত করা হবে। এর প্রতিক্রিয়ায় শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ডোনাল্ড ট্রাম্পকে তার ‘নিজের দেশের সমস্যার দিকে মনোনিবেশ করতে’ বলেছেন।