ডাম্বুলায় শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ম্যাচটি হওয়ার কথা ছিল কিন্তু একটি বলও মাঠে গড়ায়নি।
সিরিজের প্রথম ম্যাচ পাকিস্তান ৬ উইকেটে জিতেছিল। দ্বিতীয় ম্যাচে সমতা ফেরাতে মুখিয়ে ছিল লঙ্কানরা। কিন্তু বৃষ্টির দাপটে হতাশ হতে হয় তাদেরকে।
রবিবার (১১ জানুয়ারি) একই মাঠে সিরিজের শেষ ম্যাচ খেলবে দুই দল। পাকিস্তান ম্যাচটি জিতলে সিরিজ নিশ্চিত করবে। আর শ্রীলঙ্কা নামবে সিরিজ ড্র করতে।