চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রতম বর্ষের ব্যবসায় অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতি ছিল ৮৭ শতাংশ। এতে আসন প্রতি লড়েছেন ২৯জন পরীক্ষার্থী।
শুক্রবার (৯ জানুয়ারি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী বলেন, “সি’ ইউনিটে মোট ৫১০টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। এতে চবিসহ ঢাবি ও রাবি কেন্দ্রে অংশগ্রহণ করেছেন ১৪ হাজার ৬৭৩ পরীক্ষার্থী। উপস্থিতি ছিল ৮৭ শতাংশ।
এবার ভর্তি পরীক্ষায় মোট ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিটে আবেদন করেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৩৫ শিক্ষার্থী।
শনিবার (১০ জানুয়ারি) কলা মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা।