জাতীয়

গাজায় স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে নীতিগতভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এ আগ্রহের কথা জানান। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রও আগ্রহী বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

শনিবার (১০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন ডিসিতে মার্কিন রাজনৈতিকবিষয়ক আন্ডার-সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার এবং স্টেট ডিপার্টমেন্টের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব দেন।

গত নভেম্বরে গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও তত্ত্বাবধানে আইএসএফ গঠনের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়।

বৈঠকে খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে অবহিত করেন এবং নির্বাচনসহ অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান। 

হুকার জানান, বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে এবং ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে তারা। পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়।

খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ভিসা বন্ড ব্যবস্থার আওতায় বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্র ভ্রমণ সহজ করার অনুরোধ জানান। বিশেষ করে স্বল্পমেয়াদি বি-১ ভিসাকে ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান তিনি। 

একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং বাংলাদেশের বেসরকারি খাত ও সেমিকন্ডাক্টর উন্নয়নে ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের অর্থায়নে প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ জানান। যুক্তরাষ্ট্র এসব বিষয় ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয়।