রাজনীতি

জনগণের জীবন বদলাতে চায় বিএনপি: তারেক রহমান

বিএনপি যথাযথ ও প্রয়োজনীয় উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চায় বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। 

তিনি বলেছেন, স্বাস্থ্য, অর্থনীতি, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন ও পরিবেশ—এ খাতগুলোকে অগ্রাধিকার দিয়ে বিএনপি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়।

শনিবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে জাতীয় সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে সাভারসহ বিভিন্ন এলাকা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, নতুন প্রজন্ম দিকনির্দেশনা ও আশার সন্ধান করছে। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থানের অভাব একটি বড় সমস্যা।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ২২ জানুয়ারি থেকে তাদের পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাবে বলে জানান তারেক রহমান। 

তিনি বলেন, “২২ জানুয়ারি থেকে আমরা আমাদের পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরব। আলোচনা ও সমালোচনার মাধ্যমে সেই পরিকল্পনাকে আরো বাস্তবমুখী করতে চাই।”

নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি যুগান্তকারী কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে বলেও জানান তিনি। এই কর্মসূচির আওতায় দেশের প্রায় ৪ কোটি পরিবারের গৃহিণীরা ৫ থেকে ৭ বছর আর্থিক বা খাদ্য সহায়তা পাবেন। 

তারেক রহমান বলেন, গবেষণায় প্রমাণিত—নারীদের হাতে অর্থ থাকলে তা স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র বিনিয়োগে ব্যয় হয়, যা পরিবার ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে। এই সুবিধা সর্বজনীন হবে, যাতে দলীয় পরিচয় বা শ্রেণিভিত্তিক বৈষম্যের সুযোগ না থাকে।

স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, উন্নত বিশ্বের আদলে প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থার ওপর জোর দিতে হবে। এ লক্ষ্যে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যাদের ৮০ থেকে ৮৫ শতাংশ নারী হবেন। তারা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসা ও জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবেন। এতে একদিকে জনস্বাস্থ্য উন্নত হবে, অন্যদিকে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।

পরিবেশ ও নাগরিক সমস্যার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ঢাকার বুড়িগঙ্গা নদী মারাত্মকভাবে দূষিত এবং নিরাপদ পানির সংকট দিন দিন বাড়ছে। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

নারীর নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, নারী-পুরুষ উভয়েরই নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে। সামাজিক মাধ্যমে নারীদের বিরুদ্ধে হয়রানি উদ্বেগজনক হারে বাড়ছে, যা রোধে বিএনপি কার্যকর ভূমিকা রাখবে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাওয়ার আর সুযোগ নেই। মতপার্থক্য থাকবে, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা বজায় রাখা জরুরি। 

তিনি প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে জনকল্যাণমূলক রাজনীতির আহ্বান জানান।

অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমদ, নিউ এজের সম্পাদক নুরুল কবীরসহ বিভিন্ন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য।