গাজীপুরের শ্রীপুরে মহনা নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জৈনাবাজার সংলগ্ন নগরহাওলা গ্রামের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মহনা নারায়ণগঞ্জ জেলার আলীগঞ্জ এলাকার মহিউদ্দিনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে স্মার্টফোন ব্যবহার নিয়ে মহনার সঙ্গে তার বাবা-মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তার কাছ থেকে ফোনটি কেড়ে নেন। এতে অভিমান করে নিজ কক্ষে চলে যায় মহনা। পরদিন সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে কিশোরী অভিমান করে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। তবে, প্রেমঘটিত কোনো বিষয় এর সঙ্গে জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।