কুড়িগ্রামের উলিপুরে বিরল প্রজাতির একটি ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রবিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টা ক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান তারা। পরে কয়েকজন মিলে ময়ূরটি ধরার চেষ্টা করলে একপর্যায়ে সেটি ভুট্টা ক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটি উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন। খবর পেয়ে রবিবার উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটি উদ্ধার করেন।
উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক বলেন, জালে আটকা পড়ে ময়ূরটির বাম পায়ে আঘাত পেয়েছে। উদ্ধারের পর প্রাথমিকভাবে এর চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, উদ্ধার করা ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।