খেলাধুলা

মুলতান সুলতানস বিক্রি করতে চায় পিসিবি

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানস বিক্রি নিয়ে অবস্থান বদলাতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগে যেখানে ১১তম পিএসএল আসর শেষ হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির কথা ভাবা হচ্ছিল, সেখানে এখন আইনগতভাবে সম্ভব হলেই যত দ্রুত সম্ভব ফ্র্যাঞ্চাইজিটি বিক্রি করে দিতে চায় বোর্ড। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, বিষয়টি নিয়ে পিসিবি ও পিএসএল কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ে সক্রিয় আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্তে সই বাকি কেবল পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির।

সম্প্রতি পিএসএলে নতুন দুটি দল- হায়দরাবাদ ও শিয়ালকোট যে বিপুল অঙ্কে বিক্রি হয়েছে, তাতে দারুণভাবে উৎসাহিত বোর্ড। নিলামে হায়দরাবাদ বিক্রি হয়েছে ১.৭৫ বিলিয়ন পাকিস্তানি রুপিতে এবং শিয়ালকোটের মূল্য উঠেছে ১.৮৫ বিলিয়ন রুপি। এই অঙ্ক পিসিবির প্রত্যাশার চেয়েও অনেক বেশি। এমনকি বিদ্যমান ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান লাহোর কালান্দার্সের ফ্র্যাঞ্চাইজি ফি’র প্রায় তিন গুণ।

এই পরিস্থিতিতে পিএসএল কর্মকর্তাদের বিশ্বাস, এখনই মুলতান সুলতানস বিক্রি করলে সর্বোচ্চ মূল্য পাওয়া সম্ভব। কারণ, নতুন দলগুলোর মতো নয় মুলতান। এটি এমনই এক প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি যারা আটটি পিএসএল আসরে খেলেছে এবং ২০২১ সালে শিরোপাও জিতেছে। ফলে মৌসুম শুরুর আগেই বিক্রি করা গেলে পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামী ফ্র্যাঞ্চাইজি হয়ে উঠতে পারে মুলতান।

গত বৃহস্পতিবার নিলাম শেষে সংবাদ সম্মেলনে পিএসএল প্রধান নির্বাহী সালমান নাসির মজার ছলেই চেয়ারম্যানকে বলেন, “স্টেজ তো সাজানোই আছে, মুলতান সুলতানসকেও এখনই নিলামে তোলা যাক।” জবাবে মহসিন নকভি জানান, তিনি নিজেই মুলতান চালানোর দায়িত্ব নিয়েছেন এবং দেখাতে চান যে এটি লাভজনক ফ্র্যাঞ্চাইজি হতে পারে। যদিও নাসির অর্ধ-রসিকতা করেই বলেন, মৌসুম শুরুর আগ পর্যন্ত তিনি মুলতান বিক্রির জন্য চেয়ারম্যানের ওপর চাপ বজায় রাখবেন। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এর আগে গত মাসে এক সংবাদ সম্মেলনে নকভি জানিয়েছিলেন, চলতি বছরের পিএসএল (মার্চের শেষ থেকে মে’র শুরু পর্যন্ত) মুলতান সুলতানস সরাসরি পিসিবি পরিচালনা করবে। টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্র্যাঞ্চাইজিটি নিলামে তোলা হবে এবং ৮–১০ দিনের মধ্যে একজন ভারপ্রাপ্ত প্রধান নিয়োগ দেওয়া হবে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে গেলেও এখনো কোনো কোচ বা ব্যবস্থাপনা কর্মকর্তার নাম ঘোষণা হয়নি।

নকভি তখন ব্যাখ্যা করেছিলেন, পিপিআরএ (পাবলিক প্রোকিউরমেন্ট রেগুলেটরি অথরিটি) নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় আগে বিজ্ঞাপন ছাড়া কোনো ফ্র্যাঞ্চাইজি নিলামে তোলা যায় না। যেহেতু আগের মালিক আলী তারিনের সঙ্গে মুলতানের চুক্তি শেষ হয়েছে মাত্র গত ৩১ ডিসেম্বর, তাই সময়স্বল্পতার কারণে নতুন দুই দলের সঙ্গে মুলতানকে নিলামে তোলা সম্ভব হয়নি।

এদিকে আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া পিএসএলের আগে এখনো স্কোয়াড গঠনের কোনো ড্রাফট বা নিলামের সূচি প্রকাশ হয়নি। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে, দল গঠনে ড্রাফট নাকি নিলাম; এই প্রশ্নগুলো নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।

একাংশের মতে, মুলতান সুলতানস বিক্রি এক বছর পিছিয়ে দিলে আরও বেশি ফ্র্যাঞ্চাইজি ফি পাওয়ার সুযোগ থাকতে পারে, যদি ১১তম আসর সফল হয়। সাম্প্রতিক নিলামই দেখিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রকৃত বাজারমূল্য অনুমানের চেয়েও অনেক বেশি। বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা বড় অঙ্ক খরচে আগ্রহী।

তবে উল্টো ঝুঁকিও আছে। ভবিষ্যতে যদি ফ্র্যাঞ্চাইজিগুলো বিনিয়োগের অর্থ তুলতে ব্যর্থ হয়, তাহলে বাজারে সংশোধন আসতে পারে। অতীতে এমন নজিরও রয়েছে। ২০১৮ সালে শোন গ্রুপ মুলতান কিনে মাত্র এক বছর পরই সরে দাঁড়ায়। এরপর আলী তারিন ফ্র্যাঞ্চাইজিটি অধিগ্রহণ করেন।

সবকিছু মিলিয়ে, পিএসএল শুরুর আগেই যদি মুলতান সুলতানস বিক্রি করতে চায় পিসিবি, তাহলে সময়ের সঙ্গে দৌড়াতে হবে বোর্ডকে। কারণ টুর্নামেন্ট শুরু হতে আর বেশি দেরি নেই।