খেলাধুলা

ইসাখিল-সৌম্যর ব্যাটে বড় সংগ্রহ পেল নোয়াখালী

বিপিএলের ২২তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যায় মুখোমুখি হয়েছে নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে ব্যাট করতে নেমে হাসান ইসাখিল ও সৌম্য সরকারের ব্যাটে বড় সংগ্রহ পেয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী। ৭ উইকেট হারিয়ে তারা ১৮৪ রান সংগ্রহ করেছে। জিততে ঢাকাকে করতে হবে ১৮৫ রান।

ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় নোয়াখালী। ৯.১ ওভারে তারা বিনা উইকেটে তুলে ফেলে ১০১ রান। এই রানে সৌম্য ফিরেন ২৫ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৪৮ রান করে। এরপর নোয়াখালী দ্রুত কয়েকটি উইকেট হারালেও ইসাখিল ঝড় তোলেন। তিনি ৬০ বলে ৭টি চার ও ৫ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে আউট হন। ইসাখিল ও সৌম্যর বাইরে মোহাম্মদ নবী করেন ১৭ রান। এই ম্যাচে বাবা নবী ও ছেলে ইসাখিল একসঙ্গে খেলেন।

বল হাতে ঢাকার তাইজুল ইসলাম ৪ ওভারে ২৯ রানে ২টি, আব্দুল্লাহ আল মামুন ৩ ওভারে ২৪ রানে ২টি ও মোহাম্মদ সাইফুদ্দিন ৩ ওভারে ২৩ রানে ২টি উইকেট নেন।