জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির অর্থ চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রদান এবং আগামী ১৫ জানুয়ারির মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, বিশেষ বৃত্তির অর্থ ছাড়ের বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসিতে চিঠি এলেও এখনো আনুষ্ঠানিকভাবে অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন ইউজিসি চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
জকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম জানান, “বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে; এই সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির প্রাপ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে।”
দ্বিতীয় ক্যাম্পাসের অগ্রগতি বিষয়ে বৈঠকে জানানো হয়, ইতোমধ্যে ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ইউজিসিতে জমা দেওয়া হয়েছে এবং তা বর্তমানে পর্যবেক্ষণাধীন রয়েছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পন্ন করে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া, দ্রুততম সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ও ডিনস অ্যাওয়ার্ড আয়োজনের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ ক্ষেত্রে ইউজিসি পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমিন, জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলীম আরিফ এবং এজিএস সম্পাদক মাসুদ রানা।