খেলাধুলা

টেন্ডুলকারের রেকর্ড ভাঙার দিনে বিরাটের সেঞ্চুরি মিস, ভারতের সহজ জয়

মাত্র ৭ রান। তাহলেই হতো। বিরাট কোহলি পেয়ে যেতেন ওয়ানডে ক্রিকেটের ৫৪তম সেঞ্চুরি। ৯৩ রানে আউট হলেন এক আকাশ হতাশা নিয়ে। শুধু নিজেই নয়, পুরো ভারতবর্ষই যেন হতাশ!

অবশ‌্য এই হতাশার দিনে ভারতের ব‌্যাটিং ইশ্বর শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড ভেঙেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮ হাজার রানের কীর্তি এখন ভারতের বিরাটের। তার রেকর্ড গড়া দিনে ভারত নিউ জিল‌্যান্ডকে হারিয়েছে অনায়েসে।

ভাদোদারায় নিউ জিল‌্যান্ড আগে ব‌্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩০০ রান করে। জবাবে বিরাটের মাস্টারক্লাসে ভারত ১ ওভার বাকি থাকতে ৪ উইকেটের জয় নিশ্চিত করে। ম‌্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বিরাট।

তিনে নেমে বিরাট ৯১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৯৩ রান করেন। পেসার জেমিনসন থামান তাকে। নার্ভাস নাইন্টিজে গিয়ে বিরাট বিচলিত ছিলেন না। খেলছিলেন অনায়েসে। জেমিনসনের বল উড়াতে গিয়ে মিড অফে ধরা পড়েন। ১২৯ কি.মির লেন্থ বল জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন। এক্সট্রা কাভার দিয়ে বল পাড় করতে চেয়েছিলেন। টাইমিং মেলেনি। সেখানে ব্রেসওয়েলের হাতে ধরা পড়ে যান। মাথা নিচু করে হতাশ হয়ে মাঠ ছাড়েন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রান ছুঁতে বিরাটের এদিন প্রয়োজন ছিল কেবল ২৫ রান। ইনিংসের শুরুতে সহজেই লক্ষ‌্যে পৌঁছে যান। ২৮ রান রান পেতে বিরাটের লাগল ৬২৪ ইনিংস। টেন্ডুলকার খেলেছিলেন ৬৪৪ ইনিংস। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ হাজার রান আছে কুমার সাঙ্গাকারার। তার লেগেছিল ৬৬৬ ইনিংস।

বিরাট বাদে রান পেয়েছেন শুভমান গিল। ৫৬ রান আসে ভারতের অধিনায়কের ব‌্যাট থেকে। ওপেনার রোহিত শর্মা ২৬ রান করে আউট হন জেমিনসনের বলে। এছাড়া শ্রেয়াস আইয়ার ৪৯, লোকেশ রাহুল ২৯ এবং হার্শিত রানা ২৯ রান করে দলকে সহজেই জয় এনে দেন। বল হাতে পেসার জেমিনসন ৪১ রানে নেন ৪ উইকেট।

এর আগে টস হেরে ব‌্যাটিং করতে নেমে নিউ জিল‌্যান্ডের শুরুটা ছিল দারুণ। হেনরি নিকোলসন ও ডেভন কনওেয়ে ১১৭ রানের জুটি গড়েন। ‍দুজনই পেয়েছেন ফিফটির স্বাদ। তবে কেউ সেঞ্চুরির কাছাকাছি যেতে পারেননি। কনওয়ে ৫৬ ও নিকোলস ৬২ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন ডার্ল মিচেল। ৭১ বলে ৫ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। শেষ দিকে ক্রিস্টিয়ান ক্লার্কের ১৭ বলে ২৪ রানের ইনিংসে তিনশর পুঁজি পায় কিউইরা।

বল হাতে ভারতের হয়ে ২টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, হার্শিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ঞা।

তিন ম‌্যাচ সিরিজে ভারত ১-০ ব‌্যবধানে এগিয়ে।

রাজকোটে আগামী ১৪ জুন দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।