জাতীয়

হাদি হত্যার বিচার দাবির বিক্ষোভে লাঠিচার্জ, ইনকিলাব মঞ্চের বিবৃতি

পঞ্চগড়ে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভে লাঠিচার্জকারীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (১২ জানুয়ারি) ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সই করা এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, “শহীদ ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত খুনিদের গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবিতে পঞ্চগড়ে হওয়া বিক্ষোভে সেনাবাহিনীর হামলা-রাষ্ট্রীয় বাহিনী ক্ষমতার অপপ্রয়োগ ও নাগরিকদের ভেতর ভীতিসঞ্চারের উদ্দেশ্যেই এমন ঘৃণ্য ও ন্যাক্কারজনক ঘটনার অবতারণা হয়েছে বলে মনে করে ইনকিলাব মঞ্চ।” 

বিবৃতিতে আরো বলা হয়, “শহীদ ওসমান হাদি হত্যার পূর্ণ ১ মাস পার হয়ে গেলেও, এখন পর্যন্ত খুনের সঙ্গে জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। ব্যার্থতা আড়াল ও ঘটনার মোড় অন্যদিকে সরিয়ে নিতে বিভিন্ন ইস্যু সামনে আনা হচ্ছে। গতকাল সেনাবাহিনীর হামলাও সেই ঘটনার ধারাবাহিকতা বলেই মনে করে ইনকিলাব মঞ্চ।” 

বিবৃতিতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “রাষ্ট্রীয় বাহিনীর এমন যথেচ্ছাচার-আইনের শাসন ও নাগরিক অধিকার-চর্চার পথকে সংকীর্ণ করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছে ইনকিলাব মঞ্চ। পঞ্চগড়ে খুনিদের গ্রেপ্তারের দাবিতে নাগরিক অবস্থানে হামলাকারীদের অতিদ্রুত যথাযথ আইনের আওতায় এনে ঘটনার ব্যাখ্যা তলব পূর্বক জনতার সামনে বিষয়টি স্পষ্ট করতে হবে।”