আইন ও অপরাধ

বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন হোটেলকর্মী আটক

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি হত্যার ঘটনায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১২ জানুয়ারি) সকালে র‌্যাব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের একটি বাসায় ফাতেমার রক্তাক্ত মরদেহ দেখতে পায় তার বোন শোভা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ফাতেমা আক্তার লিলি হবিগঞ্জের লাখাই থানার বামৈন গ্রামের সজীব মিয়ার মেয়ে। পরিবারের সঙ্গে তিনি খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের প্রীতম ভিলার একটি বাসায় ভাড়া থাকতেন।