বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বাউন্ডলেস বাডিস ব্রিগেড’ আয়োজিত দুই দিনব্যাপী ‘হিট অ্যান্ড জিগাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’।
গত ৯ ও ১০ জানুয়ারি রাজধানীর একটি মাঠে আনন্দঘন পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইমু-ফাহিম দল। রানার্স-আপ হিসেবে কৃতিত্ব দেখিয়েছে হাসান-মঈন দল এবং প্রথম রানার্স-আপ নির্বাচিত হয়েছে আরিফ-রাসেল দল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাউন্ডলেস বাডিস ব্রিগেডের প্রতিষ্ঠাতা ও সভাপতি গাজী শরফুদ্দিন হাসান খান ইমন বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখা এবং একটি সুস্থ ও মাদকমুক্ত যুব সমাজ গঠন করা। ২০১৫ সাল থেকেই আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।”
সংগঠনের চিফ অফ ফিল্ড ম্যানেজমেন্ট এবং সিইও সোহেল রানা বলেন, “আমরা ২০১৫ সাল থেকে একটি শক্তিশালী ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে অত্যন্ত সুনামের সাথে এই কমিউনিটি পরিচালনা করছি। আমাদের প্রতিটি কার্যক্রম পূর্ণ নিয়ন্ত্রিত এবং খেলাধুলার প্রকৃত চেতনাকে ধারণ করে পরিচালিত হয়।”
এবারের টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনে স্পন্সর হিসেবে পাশে ছিল: এয়ারপিডিয়া হলিডেস, ইনোগ্লোব, মিটওয়েজ, জাস্টওয়ানস্টোর, তামান্না ফার্মাসি, থাই এক্সপ্রেস, সাফরন ডাইন, ট্রাভেল চ্যাম্প, টেকট্রিপ এবং ট্রিপলাভার।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সংগঠনের নেতা এবং আমন্ত্রিত অতিথিরা।