তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেছেন, “জুলাইযোদ্ধাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তাদের আত্মত্যাগের বিনিময়ে, তাদের রক্তের ওপর দাঁড়িয়ে একটা নতুন দেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ আছি।”
সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটরিয়ামে আহত জুলাইযোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিতব্য ১০টি কোর্সের প্রথম পর্যায়ের ৫টি কোর্সের উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন।
প্রথম পর্যায়ে রয়েছে বেসিক ফিল্ম, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন এবং প্রামাণ্যচিত্র নির্মাণবিষয়ক পাঁচটি কোর্স।
সচিব বলেন, “যাদের অঙ্গহানী হয়েছে, যারা চোখ হারিয়েছেন, যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আমাদের অকুণ্ঠ সমবেদনা। আজ যেসব জুলাইযোদ্ধারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি।”
তিনি অংশগ্রহণকারী জুলাইযোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করার ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।
সচিব বলেন, “আজকে প্রশিক্ষণ কোর্সটি শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”
তিনি এই কোর্সের পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের সদিচ্ছার জন্য তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল, লাবিব নাজমুছ ছাকিব।
অনুষ্ঠানে বিসিটিআই-এর উপপরিচালক মো. মোকছেদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দুই পর্যায়ে অনুষ্ঠিতব্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি কোর্সে ৮০জন জুলাইযোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ সময় সচিব মাহবুবা ফারজানা বিসিটিআই-এর নতুন সাউন্ড রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করেন।