সারা বাংলা

হাসপাতালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সাঈদ (২৬) ও টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আজাহার আলীর ছেলে সাহাদৎ হোসেন (৩২)।

ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, গত রাতে মানিকগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন তারা। রাত গভীর হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে অবস্থান নেন স্বামী-স্ত্রী। এ সময় কর্তব্যরত দুই আনসার সদস্য নিরাপত্তার আশ্বাসে তাদের হাসপাতালের দ্বিতীয় তলায় নিয়ে যান। রাত ৩টার দিকে তাকে আলাদা স্থানে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়।

মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আনসার ক্যাম্পের সহকারী প্লাটুন কমান্ডার সাহেব মিয়া বলেন, গত রাতেই ধর্ষণের বিষয়টি জেনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন বলেন, ভুক্তভোগী গৃহবধূকে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা করা হচ্ছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই দুই আনসার সদস্যকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।