খেলাধুলা

রাজশাহীর বোলিং তোপে ১৩১ রানে গুটিয়ে গেল ঢাকা

সিলেট পর্বের শেষ ম্যাচে আজ সোমবার সন্ধ্যায় মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে। জিততে রাজশাহীকে করতে হবে ১৩২ রান।

ঢাকার ইনিংসে উসমান খান সর্বোচ্চ ৪১ রান করেন। তার ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কার মার ছিল। ১ চার ও ১ ছক্কায় নাসির হোসেন করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান। এছাড়া সাব্বির রহমান ১৪, মোহাম্মদ মিঠুন ১৩, আব্দুল্লাহ আল মামুন ১২ ও ইমাদ ওয়াসিম করেন ১১ রান।

বল হাতে রাজশাহীর আব্দুল গাফফার সাকলাইন ৪ ওভারে ২৪ রানে ৪টি উইকেট নেন। রিপন মন্ডল ৪ ওভারে ৩০ রানে নেন ৩টি উইকেট। মো. রুবেল ৪ ওভারে ২২ রানে নেন ২টি উইকেট। বিনুরা ফার্নান্দো ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন অপর উইকেটটি।

৭ ম্যাচের ৫টিতে হেরে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে ঢাকা। আজকের ম্যাচটি হেরে গেলে প্লে’অফের আশা শেষ হয়ে যাবে তাদের। জিতলে টিকে থাকবে সম্ভাবনা। অন্যদিকে ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা রাজশাহী আজ জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে।