বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্বে থাকা চার কর্মকর্তাকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সম্প্রতি এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দ্রুত দেশে প্রত্যাবর্তন করতে হবে।
ওই কর্মকর্তারা হলেন—মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ইমরানুল হাসান।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এর আগে ২০২৫ সালের ১৭ মার্চ এসব কর্মকর্তাকে তাদের পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ১৩ এপ্রিল জারি করা আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে ওই সিদ্ধান্ত বাতিল করে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, এরইমধ্যে সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন প্রেস কর্মকর্তাদের নিয়োগ সম্পন্ন হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে আবশ্যিকভাবে অবিলম্বে কর্মস্থল ত্যাগ করে দেশে ফেরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।