কুষ্টিয়ার দৌলতপুরে চম্পা খাতুন (৩৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চম্পা খাতুন ওই গ্রামের সৌদি প্রবাসী আনসার আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা নিজ ঘরে চম্পার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।