বগুড়ার দুপচাঁচিয়ায় চুলার আগুনে দগ্ধ হয়ে জামিরন বিবি (৮৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাত ৩টার দিকে তিনি মারা যান।
সোমবার (১২ জানুয়ারি) রাতে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া জামিরন উপজেলার চামরুল ইউনিয়নের কাথহালী দক্ষিণপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী।
ওসি আফজাল হোসেন বলেন, “আমরা জানতে পেরেছি, গত শনিবার রাতে প্রচণ্ড শীত থেকে বাঁচতে জমিরন ঘরের ভেতরে চুলার পাশে বসে আগুনের তাপ পোহাচ্ছিলেন। অসাবধানতাবশত আগুন তার গায়ে থাকা ওড়না ও কাপড়ে লেগে যায়। ফলে শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়।”
তিনি বলেন, “চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে আগুন নেভান। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।”