বগুড়ার গাবতলীতে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ চারজন আহত হন। তাদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামের মধ্যপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জাতহলিদা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের দেড় বছর ধরে জমি ও বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন আতাউর রহমানের পক্ষের আবু বক্কর সিদ্দিকের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন আবু বক্কর সিদ্দিক। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আতাউর রহমান এবং তার পরিবারের সদস্য জেমি বেগম (৩৫), শিফা খাতুন (২৫) ও বৃষ্টি খাতুন (১৫) আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে হওয়া সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”