জাতীয়

জ্বালানি সংকট সমাধানে সরকার কাজ করছে: অর্থ উপদেষ্টা

দেশের জ্বালানি সরবরাহ বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও এ সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দেশের জ্বালানি পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “সারা দেশে এলপি গ্যাস ব্যবস্থাপনা ও সরবরাহ জোরদারে কাজ চলছে। জ্বালানি সরবরাহ একটি জটিল বিষয় হলেও সরকার এ খাতে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধানের দিকে এগোচ্ছে।” 

নির্বাচনকে সামনে রেখে বডি অন ক্যামেরা ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের উত্তরে ড. সালেহউদ্দিন আহমেদ জানান, এ খাতে প্রয়োজনীয় অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে। সেখান থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করা হবে।