অন্য দুনিয়া

রাতের শিফটে প্রেমিকাকে সহায়তা করতে আসলেন প্রেমিক

চীনের কুইংদাও শহরের জিংদে ব্রেন ব্লাড ভেসেল হাসপাতাল -এ কর্মরত এক নার্স অদ্ভুত কাজ করেছেন। তিনি রাতের শিফটে হাসপাতালে দায়িত্ব পালন করার সময় প্রেমিকের সহযোগিতা নিয়েছেন। এতে তার কাজের চাপ কমেছিলো ঠিকই কিন্তু  সমস্যাটা তৈরি হয়ে গেলো অন্য জায়গায়। 

চলতি মাসের শুরুতে জিংদে ব্রেন ব্লাড ভেসেল হাসপাতাল- এর ওই নার্স প্রেমিকের সহায়তা নেওয়ার পরে  ঘটনাটি জানাজানি হয়ে যায়। এবং একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরে ওই নার্সের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে। নেটিজেনদের সমালোচনার মুখে হাসপাতাল কর্তৃপক্ষ ওই নার্সকে সাময়িক বরখাস্ত করেছে। 

একটি ভিডিওতে দেখা গেছে ওই নার্সের প্রেমিক ওষুধ সাজাতে এবং রিপোর্ট তৈরিতে সহযোগিতা করছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ এই আচরণকে অপ্রয়োজনীয় ও পেশাগত নীতির পরিপন্থী মনে করে তাকে সাসপেন্ড করেছে। 

সূত্র: এনডিটিভি