বিয়ের দুই মাস পর মা হতে যাওয়ার খবর জানালেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। এ অভিনেত্রী তার জন্মদিনের আগের দিন সুখবরটি দিয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের জন্মদিনের ঠিক আগমুহূর্তে সুখবরটি ভাগ করে নিয়ে প্রিয়াঙ্কা বলেন, “নিজের জন্মদিন, জীবনের আরেকটি অধ্যায় পার হচ্ছে। এর মাঝেই জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি। খুব খুশি লাগছে, আবার একটু লজ্জাও পাচ্ছি।”
চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাস নাগাদ প্রথম সন্তান আগমনের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন প্রিয়াঙ্কা জামান। এ অভিনেত্রী বলেন, “আল্লাহ চাইলে আরো আগেও সন্তান আসতে পারে। আপাতত সিজারের মাধ্যমেই সন্তান প্রসবের পরিকল্পনা করেছি।”
গত বছরের নভেম্বরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিক আয়োজনে বিয়ে করেন প্রিয়াঙ্কা। সন্তান জন্মের আগেই নামও ঠিক করে রেখেছেন এই দম্পতি। প্রিয়াঙ্কা জানান, ছেলে হলে নাম রাখা হবে আফফান বিন রাকিব, আর মেয়ে হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব।
বরের সঙ্গে প্রিয়াঙ্কা জামান
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বক্তব্য ও অবস্থানের কারণে আগেও আলোচনায় ছিলেন প্রিয়াঙ্কা জামান। বিয়ের আগে ধার্মিক ছেলেকে বিয়ে করার কথা জানিয়ে আলোচনার জন্ম দেন তিনি। পরে বিয়ের পর জানান, তার স্বামী নিয়মিত নামাজ আদায় করেন এবং সংসার জীবনে তিনি সুখী।