ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্বের বিষয়টি অযথা জটিল না করার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, “ফ্যাসিবাদী শাসনামলে অনেক রাজনৈতিক নেতা-কর্মী বাধ্য হয়ে বিদেশে অবস্থান করেছেন এবং সে সময় পরিস্থিতির কারণে অনেকে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করতে বাধ্য হন। তবে, দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণের আগে তারা সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। এরপরও নির্বাচন কমিশন (ইসি) দ্বৈত নাগরিকত্বের অজুহাতে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করছে, যা অনভিপ্রেত ও অযৌক্তিক।”
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, “আমরা নির্বাচন কমিশনকে স্পষ্টভাবে জানিয়েছি, যারা বিদেশে নাগরিকত্ব গ্রহণ করেছিলেন, তারা নির্বাচনের আগে আইন অনুযায়ী সেই নাগরিকত্ব ত্যাগ করেছেন। এরপরও যদি শুধু অতীতের বিষয় টেনে এনে মনোনয়ন বাতিল করা হয়, তাহলে তা ন্যায়বিচারের পরিপন্থী হবে।”
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষে আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইসমাইল জবিউল্লাহ, ড. মোহাম্মদ জকরিয়া এবং ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।