সংগীতশিল্পী জেফার রহমান ও সঞ্চালক রাফসান সাবাবের প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। যদিও তারা নিজেদের ‘বন্ধু’ বলে মন্তব্য করেছেন। এবার সেই প্রেমের গুঞ্জনই পরিণয় পেতে যাচ্ছে! বুধবার (১৪ জানুয়ারি) বিকালে এ যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন বলে শোনা যাচ্ছে!
রাফসান-জেফারের ঘনিষ্ঠজন বিয়ের তথ্য নিশ্চিত করে একটি গণমাধ্যমে জানান, সপ্তাহখানেক ধরেই বিয়ের পরিকল্পনা চলছে। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
রাফসান-জেফারের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে চর্চায় মেতেছেন নেটিজেনরা। তবে এ নিয়ে টু-শব্দ করেননি তাদের কেউ-ই। রাফসান-জেফারের ঘনিষ্ঠজন জানান, বিয়ের পর আনুষ্ঠানিকভাবে খবরটি সামনে আনবেন তারা।
জেফার রহমান
২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান সাবাব। ২০২৩ সালের নভেম্বরে বিয়েবিচ্ছেদের ঘোষণা দেন রাফসান। এরপর রাফসান-এশার বিচ্ছেদ চর্চায় পরিণত হয়। এসবের মাঝে নেটিজেনদের অনেকে দাবি করেছিলেন, সংগীতশিল্পী জেফার রহমানের কারণে রাফসান-এশার সংসার ভেঙেছে।
এ বিষয়ে গণমাধ্যমকে জেফার রহমান বলেছিলেন, “এটা খুবই হাস্যকর। মানুষ এগুলো কোথা থেকে পায় আমি জানি না। আমি সাধারণত এসব বিষয় এড়িয়ে চলি। কিন্তু এবার যেভাবে পরিস্থিতি নোংরা হয়েছে তাতে খুব খারাপ লেগেছে। তাই এটা নিয়ে কথা বলতে বাধ্য হলাম।”
২০১১ সালে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে ইউটিউবে প্রকাশ করে সাড়া ফেলেন জেফার রহমান। বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার। সময়ের সঙ্গে তার গায়কির জাদু স্পর্শ করে সংগীতপ্রেমীদের হৃদয়। ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে।
জেফার রহমান
পরবর্তীতে ইউটিউব থেকে স্টেজ শোয়ে পা রাখেন জেফার। স্বকীয় গায়কি আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন তিনি। নেমেসিস, ওয়ারফেইজ, অর্থহীন-এর মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন জেফার। কেবল তাই নয়, অভিনয়েও অভিষেক ঘটেছে তার।