বিনোদন

প্রেমিকের সঙ্গে শ্রদ্ধার বিয়ের গুঞ্জন, মুখ খুললেন অভিনেত্রীর ভাই

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রেমের সম্পর্কের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। বহুবার এ জুটিকে একসঙ্গে দেখা গিয়েছে। যদিও সম্পর্কের কথা কেউ-ই স্বীকার করেননি।  

এরই মধ্যে একাধিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে, চিত্রনাট্যকার রাহুল মোদিকে বিয়ে করতে যাচ্ছেন শ্রদ্ধা। উদয়পুরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে।  

বিশেষ করে ইনস্টাগ্রামের একটি পোস্ট অন্তর্জালে বেশি ছড়িয়েছে। চলতি সপ্তাহের শুরুতে শ্রদ্ধা কাপুরের ভাই, অভিনেতা সিদ্ধান্ত কাপুরের নজরে পড়ে এটি। এ পোস্টের কমেন্ট সেকশনে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি। বিস্ময়কর ও হাসির ইমোজি দিয়ে সিদ্ধান্ত কাপুর লেখেন, “এটি তো আমার জন্যও খবর।” 

রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমা ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন রণবীর কাপুর। এ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন রাহুল মোদি। সিনেমাটির কাজ করতে গিয়ে রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেমের সূত্রপাত।  

২০২৪ সালের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। তারপর এ নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। একই বছরের শেষের দিকে তাদের প্রেম ভাঙার গুঞ্জনও উঠেছিল। কিন্তু সেসব মিথ্যা প্রমাণ করে একসঙ্গে ঘুরতে দেখা গেছে শ্রদ্ধা-রাহুলকে।  

শ্রদ্ধা কাপুর

তা নিশ্চিত করেছেন। ২০২৪ সালে কসমোপলিটন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন শ্রদ্ধা কাপুর। এ আলাপচারিতায় তিনি বলেছিলেন, “আমি আমার পার্টনারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। যেমন—একসঙ্গে সিনেমা দেখা, ডিনারে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া। আমি এমন প্রকৃতির মানুষ যে, একসঙ্গে সময় কাটাতে অথবা কোনো কাজ নেই তারপরও একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। এমনকি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে যদি দেখা না হয়, তবু মেজাজ খারাপ হয়ে যায়। আমার সম্পর্কের ক্ষেত্রেও তাই।”  

বিয়েতে বিশ্বাস করেন কিনা? এমন প্রশ্নের জবাবে শ্রদ্ধা কাপুর বলেছিলেন, “বিয়েতে বিশ্বাসের প্রশ্ন নয়, বরং সঠিক ব্যক্তির সঙ্গে থাকার প্রশ্ন আগে। যদি কেউ মনে করেন বিয়ে করতে চান, তবে এটি ভালো। কিন্তু যদি তারা বিয়ে করতে না চান, তবু এটি ভালো।” 

শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা ২০২৪ সালের ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি।