ক্যাম্পাস

ব্রাকসু নির্বাচন নাই দিবেন, নাটক কেন: বেরোবি শাখা শিবির সভাপতি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) না দিবেন নাটক কেন করেন; ফেসবুক পোস্টে এমন মন্তব্য করলেন বেরোবি শাখা শিবির সভাপতি সুমন সরকার।

‎বুধবার (১৪ জানুয়ারি) রাত ১ টায় ব্রাকসু নির্বাচনের স্থগিতাদেশকে ঘিরে ফেসবুক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।‎

‎তিনি আরো বলেন, “এ পর্যন্ত ৫ বার তফসিল পরিবর্তন করেছেন। নির্বাচন যদি নাই দিবেন তাহলে এ সকল নাটক কেন করলেন? শিক্ষার্থীদের অনশন, সময়, শ্রম, ফর্মের টাকা, ডোপটেস্টসহ কত অপচয়! ধিক্কার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষক নামক ঐসকল  মেরুদণ্ডহীন প্রানীদের। যারা শিক্ষার্থীদের অধিকার আদায় না করে একটি গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন।”

‎পোস্টে আরো বলেন, “জুলাই বিপ্লবের সিপাহসালার শহীদ আবু সাইদ ভাইয়ের রক্তের ওপর দাড়িয়ে ভিসি হয়ে আসলেন প্রফেসর শওকাত আলী। যিনি শিক্ষার্থীদের পালস তো বোঝার চেষ্টা করলেনই না, উপরন্তু ফ্যাসিস্টদের নিয়ে যাত্রা শুরু করলেন। তাবেদারী শুরু করলেন একটি দলের। শিক্ষার্থীরা আপনাদের হিসেব কড়ায়গণ্ডায় বুঝিয়ে দিবেন। ইনশাআল্লাহ।”

‎এর আগে জাতীয় নির্বাচনের কারণে ব্রাকসুর সকল কার্যক্রম বন্ধ করে ব্রাকসু নির্বাচন কমিশন।