মটো কর্নার

হোন্ডার ৩ বাইকে ক্যাশব্যাক অফার

নতুন বছরে তিনটি মডেলের বাইকে ক্যাশব্যাক অফার দিচ্ছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। ১১ জানুয়ারি থেকে এই অফার কার্যকর হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হোন্ডা বাংলাদেশ তাদের ওয়েসবাইটে জানিয়েছে, হরনেট 2.0 নীল রঙের মডেলটিতে ১৫ হাজার টাকা ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে। এর ফলে বাইকটির বর্তমান দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭৪ হাজার টাকা। একই মডেলের লাল, কালো ও ধূসর রঙের বাইকে রয়েছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অফার। এই মডেলগুলোর দাম ২ লাখ ৭৯ হাজার টাকা। 

এছাড়াড় ১১০ সিসির ড্রিম ১১০ বাইকটিতে ক্যাশব্যাক ২ হাজার টাকা ক্যাশব্যাক অফার দেওয়া হচ্ছে। এর ফলে বাইকটির বর্তমান দাম দাঁড়াচ্ছে ১ লাখ ২১ হাজার টাকা।