সারা বাংলা

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিলেন এনসিপি নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাবু শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় ফুলগাজী উপজেলা বিএনপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এর আগে, গত বছরের ৪ ডিসেম্বর এনসিপির ফেনী জেলা কমিটিতে তাকে সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে আব্দুর রহিম বাবু ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠে তার অনুসারী ও সমর্থকদের নিয়ে জড়ো করেন। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাপ রসুল মজুমদার, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম স্বপনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ছাত্রদলে যোগ দেওয়া রহিম বাবু বলেন, আমি জুলাই আন্দোলনের সম্মুখসারিতে ছিলাম। গত ১৬ মাস ধরে ফুলগাজী উপজেলায় ছাত্র সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার কাজে সন্তুষ্টি হয় এনসিপি আমাকে ফেনী জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছে। তারা কমিটমেন্ট দিয়েছিল, নতুন ধারা বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। কিন্তু, অত্যন্ত দুঃখের বিষয় তারা সেই কমিটমেন্ট রাখতে পারেনি।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, সেই জামায়াতের সঙ্গে এনসিপি জোট বেঁধেছে। আমি আগে থেকে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতাম। বিএনপির রাজনীতি আমার কাছে ভালো লাগে। তাই বিএনপির সঙ্গে যুক্ত হয়েছি। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে চাই।

ফেনী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু বলেন, আব্দুর রহিম বাবু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন সম্মুখসারির নেতা ছিলেন। তিনি যাদের সঙ্গে কাজ করেছেন, তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি এটি অনুধাবন করেই তিনি পদত্যাগ করেছেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।