সারা বাংলা

সেনা অভিযানে সাতক্ষীরায় শীর্ষ মাদক কারবারি ইয়াসিন গ্রেপ্তার

সাতক্ষীরার শীর্ষ মাদক কারবারি ইয়াসিন আরাফাতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। তাদের কাছ থেকে মাদক, মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।   

গ্রেপ্তাররা হলেন, শহরের পলাশপোল এলাকার আমিনুল সরদারের ছেলে ইয়াসিন আরাফাত (২৫), শহরের কামালনগরের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মুকুল হোসেনের ছেলে মুরাদ হোসেন (২০)। তারা সকলে মাদক কারবারে জড়িত। 

সাতক্ষীরা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, সেনা সদস্যরা আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শীর্ষ মাদক কারবারি ইয়াসিন আরাফাত তিন মাদক কারবারিকে সদর থানার হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।