চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলমকে (৪৮) ঘুষের টাকাসহ আটক করেছে দুদক। বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশন-২ ফাঁদ অভিযান চালিয়ে তাকে আটক করে।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ জানান, চতুর্থ শ্রেণির কর্মচারী (নিরাপত্তাপ্রহরী) মোহাম্মদ মোসাদ্দের মাসুদের অবসরজনিত কাগজপত্র ঠিক করতে ৯০ হাজার টাকা দাবি করেন শাহ আলম। প্রথম দফায় চেকের মাধ্যমে শাহ আলমকে কিছু টাকা দেন তিনি। পরে আরো ২০ হাজার টাকা নগদ দেওয়া হয়। বুধবার সমন্বিত দুদকের টিম অভিযান চালিয়ে শাহ আলমের ড্রয়ার থেকে ওই টাকাসহ তাকে আটক করে।
মোসাদ্দের মাসুদ বলেন, অবসরের পর চাকরির ফাইল ট্রেজারিতে পাঠানো জন্য ওই কর্মচারী অফিস খরচ দাবি করে ৯০ হাজার টাকা। আমি হয়রানি থেকে মুক্তি পেতে ব্যাংক চেকের মাধ্যমে তাকে ৭০ হাজার টাকা প্রদান করি। পরে ২০ হাজার টাকা নগদ দেওয়া হয়।