গোপালগঞ্জে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলার উলপুর ইউনিয়নের সোয়ানীপাড়া গ্রামে মৃত ভবানী শংকর পোদ্দারের ছেলে সমীর পোদ্দার (৪৭) ও তার স্ত্রী লিপিকা পোদ্দার (৪০)।
আহত সমীর পোদ্দার জানান, প্রায় ১২ বছর বছর আগে সোয়ানীপাড়া গ্রামের ধলু পোদ্দারের কাছ থেকে একটি ডোবা জমি কেনেন তিনি ও কিশোর পোদ্দার। পরবর্তীতে ওই ডোবা জমি ভরাট করে বসতবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছিলেন তিনি। দুই বছর আগে ওই জমির পাশ দিয়ে রাস্তা নির্মাণ হলে জমিটি দখলে নেওয়ার চেষ্টা করে প্রতিবেশি কিশোর পোদ্দার। এ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করা হলে আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেন।
বুধবার সন্ধ্যায় নিষেধাজ্ঞাপূর্ণ জমিতে কিশোর পোদ্দার ও তার লোকজন কাজ করতে গেলে লিপিকা পোদ্দার বাঁধা দেন। পরে সমীর পোদ্দারও বাঁধা দিলে কিশোর পোদ্দার, বাবু পোদ্দার, বিকাশ পোদ্দার ও সনজিত পোদ্দার তাকে মারধর করে। এর একপর্যায়ে তাকে রামদা দিয়ে আঘাত করলে স্ত্রী লিপিকা ঠেকাতে গেলে রামদার কোপে মারাত্মত আহত হন।
পরে পরিবারের অন্যান্য সদস্যরা ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শ মোল্যা আফজাল হোসেন বলেন, “এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”