বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। প্রায় চার বছর পর অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে ভারতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব প্রথম দিকেই ভোট দিয়ে পরিবেশকে উজ্জীবিত করেন। এ তালিকার অন্যতম বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
আজ ভোরবেলায় জুহুর গান্ধী শিক্ষা ভবনে অবস্থিত ভোটকেন্দ্রে পৌঁছে ভোটাধিকার প্রয়োগ করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ভোট প্রদানের পর মুম্বাইবাসীদের ভোট দিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ অভিনেতা বলেন, “আমরা যদি মুম্বাইয়ের সত্যিকারের নায়ক হতে চাই, তাহলে শুধু সংলাপবাজি নয়, বাইরে বেরিয়ে ভোট দিতে হবে।”
অক্ষয় কুমারের স্ত্রী প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কেল খান্নাও ভোটপ্রদানের জন্য কেন্দ্রে গিয়েছিলেন। নীল ও সাদা রঙের পোশাকে দেখা যায় তাকে। পাপারাজ্জিরা তার প্রত্যাশা জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয় এতে আমাদের হাতে কিছুটা নিয়ন্ত্রণ আসে; নিজের মতামতের উপর সামান্য ক্ষমতা অনুভব করা যায়। আমি অভ্যাসবশতই ভোট দিই।”
পরবর্তীতে জনপ্রিয় গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক বিশাল দাদলানিকেও দক্ষিণ মুম্বাইয়ে ভোট দিতে দেখা গেছে। কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও বিএমসি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। ভোটের মাধ্যমে আমরা আমাদের মতামত প্রকাশ করার সুযোগ পাই। সবাইকে এসে ভোট দেওয়া উচিত।”
অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জলি এলএলবি থ্রি’। গত বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। সুভাষ কাপুর নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেন—আরশাদ ওয়ার্সি, হুমা কুরেশি, অমৃতা রাও প্রমুখ। তাছাড়া ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হাইওয়ান’ সিনেমার কাজ শেষ করেছেন।
তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল