সারা বাংলা

‘বাহরাইনে পোস্টাল ব্যালট গণনা ভোটারদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে’

বাহরাইনে প্রবাসীর বাসায় বিপুলসংখ্যক পোস্টাল ব্যালটের খাম গণনার ঘটনা ভোটারদের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব নুরুদ্দিন আহাম্মেদ অপু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী। 

বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রাম ভদ্রপুর ইউনিয়নে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নুরুদ্দিন অপু বলেন, ‘‘পোস্টাল ব্যালট সংক্রান্ত ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব।’’

এ সময় তিনি বর্তমানে নির্বাচনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও তা আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেন। 

নির্বাচনি প্রতিশ্রুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‘জনগণের সেবায় কাজ করতে শরীয়তপুর এসেছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ নীতিতে বিশ্বাস করেন, তিনি কোনো প্রতিশ্রুতি দেননি। তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের জন্য প্রয়োজনিয় সব পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।’’