ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর এলাকা থেকে দুটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৫ জানুয়ারি) ভোরে কোটচাঁদপুর-চৌগাছা সড়কের কাছে সলেমানপুর এলাকার একটি বাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে র্যাব-৬ এর সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী সাংবাদিকদের বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা অস্ত্রগুলো কোটচাঁদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।