সারা বাংলা

ফরিদপুরে জামায়াতকর্মীকে ছুরিকাঘাত-হাতুড়িপেটার অভিযোগ

ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে আলমগীর হোসেন (৩৮) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে ছুরিকাঘাত ও হাতুড়িপেটার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আলমগীর হোসেন জামায়াতে ইসলামীর কর্মী।

তার অভিযোগ, একই এলাকার মিলন শেখ ও রাশেদ মোল্লা তাকে প্রথমে ছুরি দিয়ে কুপিয়ে এবং পরে হাতুড়িপেটা করে পালিয়ে যান।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মিলন শেখ ও রাশেদ মোল্লা আগে ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর সমর্থক ছিলেন। তবে বর্তমানে তারা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

আহত আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর হোসেন জানান, ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আকরাম আলীর রিকশা প্রতীকের পক্ষে প্রচার শেষে তারা বাড়ি ফিরছিলেন। পথে কদমতলী বাজার এলাকায় মিলন ও রাশেদ অতর্কিত হামলা চালান।

ফরিদপুর-২ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আকরাম আলী বলেন, আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রচার চালাচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের কর্মীর ওপর হামলা করে নির্বাচনি পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‌এই ঘটনাটি সম্পূর্ণ সাজানো। বিএনপির জনপ্রিয়তা ও জনসমর্থনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এ ধরনের নাটক সাজানো হয়েছে। এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।

নগরকান্দা থানার ওসি গোলাম রসুল সামদানী বলেন, অভিযোগ পেয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।