বিনোদন

পুরুষরা আমাকে ঘৃণা করতেন: ইমরান হাশমি

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিতি পাওয়া অভিনেতা ইমরান হাশমি। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। তবে পুরোনো এই খোলস থেকে বেরিয়ে এসে বিচিত্র চরিত্র রূপায়নে মন দিয়েছেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে ইমরান হাশমিকে পুরুষ দর্শকরা ঘৃণা করতেন বলে জানিয়েছেন এই তারকা।

কয়েক দিন আগে ইন্ডিয়া টুডে-কে সাক্ষাৎকার দেন ইমরান হাশমি। এ আলাপচারিতায় তিনি জানান, অনেক অভিনেতাই নির্দিষ্ট একটি ইমেজে আটকে পড়েন। সেই ইমেজ বক্স অফিসে সফল হওয়ার কারণে অন্যরাও সেটার অনুকরণ করতে চান। কিন্তু একজন শিল্পী হিসেবে ইমরান হাশমি ভিন্নধর্মী চরিত্র বেছে নেওয়াতেই বিশ্বাসী। 

এ বিষয়ে ইমরান হাশমি বলেন, “একই ধাঁচের চরিত্রে আমি নিজের মতো করে বৈচিত্র্য এনেছি। ক্যারিয়ারের প্রথম ১০–১২ বছরে সেটাই করেছি। কিন্তু একটা সময়ের পর সবকিছুই স্যাচুরেশনে পৌঁছে যায়। দর্শক বদলায়, তাদের রুচিও বদলায়। তখন আপনাকেও বদলাতে হবে। আপনি নিজের কার্টুন সংস্করণ হয়ে যেতে পারেন না। তাহলে আপনার পথ খুবই ছোট হয়ে যাবে। দীর্ঘ দৌড়ে টিকে থাকতে চাইলে, মাঝেমধ্যে দর্শককে চমকে দিতে হবে।”

ইমরান হাশমির ভক্তদের মাঝে পরিবর্তন এসেছে। এখন অল্পবয়সি মেয়েদের পাশাপাশি অনেক পুরুষ ভক্তও রয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ইমরান হাশমি বলেন, “আমার মনে হয়, প্রথম ১০ বছর পুরুষরা আমাকে বেশ ঘৃণা করতেন। এর কারণ জানি না…। তবে পর্দায় যেসব চরিত্রে অভিনয় করতাম তার জন্য হতে পারে! পুরুষেরা ভেবেছিল, আমি হয়তো কোনো একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত জায়গায় আছি। তবে মজার ব্যাপার হলো, এটাও এক প্রকারের অর্জন।”

ইমরান হাশমি এখন বলিউড ইন্ডাস্ট্রিতেই আটকে নেই। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। গত বছর তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমায় অভিনয় করেন তিনি। কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’। গত বছরের ৭ নভেম্বর মুক্তি পায় এটি। সিনেমাটি দারুণ আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে তার হাতে তিনটি সিনেমার কাজ রয়েছে।