সারা বাংলা

কুমিল্লায় দুজনকে গুলি করে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষকালে এক প্রবাসফেরত ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের এক সাবেক সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৫ জন। একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে নাঙ্গলকোট উপজেলার বকশগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন—আলিয়ারা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন এবং সাবেক ইউপি সদস্য ছালেহ আহম্মদ। দেলোয়ার হোসেন এক মাস আগে দেশে ফিরেছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, সংঘর্ষের একপর্যায়ে দুজনকেই গুলি করা হয়। পরে পায়ের রগ কেটে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আহত অন্য ব্যক্তিদের কুমিল্লা ও ফেনীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত জুন মাসে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে আলিয়ারা গ্রামের আবুল খায়ের ও শেখ ফরিদের পক্ষের লোকদের মধ্যে একাধিক বার সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হন রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০) এবং বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। ওই ঘটনার পর আবুল খায়ের বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, কারাগার থেকে বের হয়ে আসার পর পুরনো বিরোধকে কেন্দ্র করেই আজকের এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। সম্প্রতি সেনাবাহিনীর হস্তক্ষেপে ওই পরিবারগুলো নিজ নিজ বাড়িতে ফিরে এলে আবারও এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। 

নাঙ্গল‌কোট থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে নিরাপত্তা ‌জোরদার করা হয়েছে।