রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্রের অংশ কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
তিনি বলেন, ‘‘নির্বাচন অতি নিকটে। এমন গুরুত্বপূর্ণ সময়ে ঢাকায় এ ধরনের অগ্নিকাণ্ড স্বাভাবিক ঘটনা নয়। আওয়ামী ফ্যাসিবাদীরা নির্বাচন বানচাল করার উদ্দেশে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কি না, তা অন্তর্বর্তী সরকারের গভীরভাবে তদন্ত করা উচিত।’’
শুক্রবার (১৬ জানুয়ারি) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা গ্রামে নিজ বাড়িতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, ‘‘নির্বাচনের এক মাসেরও কম সময় বাকি। এই সময়ে রাজধানীতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা জনমনে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। এর মাধ্যমে যদি নির্বাচনি পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হয়ে থাকে, তবে জনগণ তা মেনে নেবে না।’’
তিনি আরো বলেন, ‘‘বিএনপি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে মাঠে থাকবে এবং যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’’
এর আগে, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।