রাঙামাটিতে কাঠবোঝাই পিকআপ ভ্যান উল্টে দুই শ্রমিক মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন আরেক শ্রমিক।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১১টায় রাঙামাটি-কাপ্তাই সড়কের মগবান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন—সাদেক চাকমা (৪০) ও মিলন চাকমা (৪৭)। তারা মগবাগান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টায় কাঠ বহনকারী একটি মিনি পিকআপ ভ্যান ঢালু সড়ক বেয়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে, এলাকাটি জনমানবশূন্য হওয়ায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যেতে যেতেই মধ্যরাত পেরিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত শ্রমিক বিনয় চাকমা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান জানিয়েছেন, রাতে তিন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। মৃত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।