বিনোদন

‘টক্সিক’ টিজারে যৌনতা: বিতর্ক, অভিনেত্রীকে তোপ, আইনি জটিলতা

কন্নড় সিনেমার তারকা অভিনেতা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। তারপরই শুরু হয়েছে বিতর্ক। তোপের মুখে পড়েছেন সিনেমাটির অভিনেত্রী। এখানেই শেষ নয়, আইনি জটিলতায় পড়েছে গীতু মোহনদাসের এই সিনেমা।  

টিজারে যা দেখা গেল হাই-অ্যাঙ্গেল শটে একটি সিমেন্ট্রি। মৃত কাউকে সমাধিস্থ করার প্রক্রিয়া চলছে। এরই মধ্যে একটি গাড়ি বহরের আগমন। আকস্মিকভাবে সশস্ত্র একটি গ্রুপের প্রবেশ। গ্রুপটি ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় আগত মানুষদের। সিমেন্ট্রিতে তালা ঝুলিয়েও দেয় তারা। এরপরই প্রচন্ড গতিতে ছুটে এসে একটি গাড়ি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ দৃশ্য দেখে সশস্ত্র গ্রুপটি শুরুতে সজাগ অবস্থান নেয়, এরপরই তা হাস্যরসে পরিণত হয়। কারণ মাতাল গাড়ির চালকের সাজপোশাক ও কার্যক্রম যথেষ্ঠ হাস্যকর। কিছুক্ষণ পর গাড়ির ভেতরে অভিনেত্রী বিট্রিজ টাউফেনবাখের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে ধরা দেন যশ। এ দৃশ্য দেখে সশস্ত্র গ্রুপটি গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। কিছুটা সময় পর পুরো সিমেন্ট্রিতে ধারাবাহিকভাবে বোমা বিস্ফোরণ ঘটতে থাকে। তারপর গাড়ি থেকে বাইরে পা রাখেন যশ। 

কী নিয়ে বিতর্ক? যশের ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার টিজার দেখে দর্শকদের একাংশ আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু মুগ্ধতার পাশাপাশি তৈরি হয়েছে বিতর্ক। কারণ সিমেন্ট্রির গেটের পাশে যৌন সম্পর্ক স্থাপনের বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। যশের মতো তারকার কাছ থেকে এমনটা প্রত্যাশা করেননি বলেও তাদের মন্তব্য। অনেকে ঘনিষ্ঠ দৃশ্যটিকে ‘অশ্লীল’, ‘নৈতিকভাবে আপত্তিকর’ বলে মন্তব্য করেছেন। তোপের মুখে পড়েছেন যশের সহঅভিনেত্রী ব্রিটিজ। তাকে ‘কবরস্থানের মেয়ে’ বলছেন অনেকে। তাছাড়া টিজারটিতে বয়সের কোনো বিধিনিষেধ উল্লেখ করেননি নির্মাতারা; ফলে এ নিয়েও চর্চা চলছে।

বিট্রিজ টাউফেনবাখ

বিতর্কিত এই অভিনেত্রী কে? সিনেমাটির পরিচালক গীতু মোহনদাস অভিনেত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিশ্চিত করেছেন, তার নাম বিট্রিজ টাউফেনবাখ। সে একজন ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী। ২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন, পরবর্তীতে চলচ্চিত্রে নাম লেখান। গায়িকা হিসেবেও তার খ্যাতি রয়েছে। তবে তোপের মুখে পড়ে এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন।

আইনি জটিলতা টিজারের দৃশ্যকে ‘অশালীন’ ও ‘যৌনভাবে স্পষ্ট’ বলে অভিযোগ তুলে আম আদমি পার্টির (আপ) নারী শাখা কর্নাটক রাজ্য নারী কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, এ ধরনের দৃশ্য নারী ও শিশুদের সামাজিক কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কন্নড় সংস্কৃতির মূল্যবোধকে আঘাত করে। এরপর কমিশন সেন্সর বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) এর সূত্র জানিয়েছে, টিজারটি শুধু ইউটিউবে প্রকাশিত হওয়ায় এটি তাদের এখতিয়ারের বাইরে। সিনেমা হলে প্রদর্শনের জন্য নির্ধারিত সিনেমা ও ট্রেইলারেই কেবল সার্টিফিকেশন বাধ্যতামূলক, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত প্রোমো কনটেন্টে তা প্রযোজ্য নয়। তাছাড়া সমাজকর্মী দিনেশ কাল্লাহল্লি-ও সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশিকে চিঠি দিয়ে টিজারের দৃশ্যগুলোকে ‘স্থূলভাবে অশালীন ও নৈতিকভাবে আপত্তিকর’ বলে অভিযোগ করেছেন।

‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার পোস্টার

‘টক্সিক’ নিয়ে কিছু তথ্য পরিচালনার পাশাপাশি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’ সিনেমার গল্প লেখেছেন গীতু মোহনদাস ও যশ। তারকাবহুল এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যশ। তার সহশিল্পী হিসেবে রয়েছেন—কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিনি বাসন্ত, তারা সুতারিয়া। এটি প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণ ও যশ। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ মার্চ সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।